দুর্নীতির অভিযোগে বেবিচক প্রকৌশলীকে দুদকে তলব

নিউজ  ডেস্ক  ::   দুর্নীতির মামলার তদন্ত ও অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাকে আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদকের উপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান স্বাক্ষতির এক অফিস আদেশে বলা হয়েছে, বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে হাবিবুর রহমানের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এজন্য তাকে অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। হাবিবুর রহমানের দুর্নীতির ফিরিঙ্গ নিয়ে গত ১৪ সেপ্টেম্বর দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হয়।
পরে তাকে পিডি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিভিল সার্কেল-১-এ থাকাকালে অযোগ্যতা, দুর্নীতি ও খামখেয়ালির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক থেকে বেবিচকের কোনো গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব না দিতে বলা হয় হাবিবুর রহমানকে। কিন্তু তারপরও নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়াই শুধু নয়, আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি হাজার কোটি টাকার মেগা প্রকল্পের দায়িত্ব পান তিনি। দুদক সূত্র জানায়, বেবিচক ও মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে ম্যানেজ করে গুরুত্বপূর্ণ সাতটি বিমানবন্দর উন্নয়নকাজের দায়িত্ব পেয়েছেন হাবিব।
তার মধ্যে রয়েছে খানজাহান আলী বিমানবন্দর উন্নয়ন, সৈয়দপুর বিমানবন্দর উন্নয়ন, ওসমানী বিমানবন্দরের রানওয়ে ওভারলেকরণ ও নতুন টার্মিনাল ভবন নির্মাণ, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ওভারলেকরণ এবং প্যারালাল টেক্সিওয়ে নির্মাণ, রানওয়ে সম্প্রসারণ ও বিদ্যমান টার্মিনালের সম্প্রসারণ নবরূপায়ণ এবং কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণ। সিলেট বিমান বন্দরের উন্নয়নকাজে নকশায় ত্রুটি ছিল বলেও জানা গেছে।
এ ছাড়া সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রায় ৫০ লাখ টাকার ছয়টি স্বর্ণবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। স্ত্রীর কাছ থেকে স্বর্ণের বার নিয়ে বাইরে পাচারের সময় আটক হওয়া এ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শেষে তার বেতন স্কেল শুধু কমানো হয়েছে। দুদকে তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • সবাই ঐক্যবদ্ধ না থাকলে ৫ আগস্টের অবমাননা হবে : প্রধান উপদেষ্টা
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
  • সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি
  • লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • মহানগর পূজা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • কয়রায় আওয়ামীলীগের সাবেক এমপি বাবু, দু্ই চেয়ারম‌্যান সহ ১১ পুলিশ সদস্যের নামে মামলা
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭২৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ  
  • আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা