১৮ আগস্ট পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নিয়ে সিদ্ধান্ত
নিউজ ডেস্ক :: চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এসপি বাবুল আক্তারের জামিনের বিষয়ে আদেশের জন্য ১৮ আগস্টের দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদেশের নতুন তারিখ ঘোষণা করে।
বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন জানান, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পক্ষে আদালতে জামিন আবেদন করেছি। দীর্ঘ শুনানি শেষে তার জামিনের বিষয়ে আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য করেছে আদালত।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছিলেন বাবুল আক্তার নিজেই। আদালতের আদেশে পরে মিতু হত্যা মামলা যায় পিবিআইয়ের হাতে। হত্যাকা-ের প্রায় পাঁচ বছরের মাথায় ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এর পরদিন ১২ মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার বলেন, মিতু হত্যার সঙ্গে তার স্বামী বাবুল আক্তারের ‘সম্পৃক্ততার প্রমাণ’ পেয়েছেন তারা। ঢাকায় ওই সংবাদ সম্মেলনের পর সেদিনই চট্টগ্রামে আদালতের প্রসিকিউশন শাখায় ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন পিবিআইয়ের পরিদর্শক মামলার আইও সন্তোষ কুমার চাকমা।
এরপর ওইদিনই পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন একটি হত্যা মামলা করেন। যাতে বাবুলকে প্রধান আসামিসহ ৯ জনকে আসামি করা হয়। বাবুল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার ‘সোর্স’ কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ভোলা, মুছার ভাই সাইদুল আলম শিকদার ওরফে শাক্কু, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, শাহজাহান ও খায়রুল ইসলাম কালু। ওই মামলায় বাবুলকে পিবিআই হেফাজতে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রসিকিউটরবিস্তারিত…
শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
ডেস্ক নিউজ :: রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেকবিস্তারিত…