জামায়াতের আমির বললেন

কেউ বিশৃঙ্খলা করলে উচিত শিক্ষা দেবেন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে, তাদের কোনো ছাড় দেবেন না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের হাত অবশ করে দেবেন।’

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (২০) বাড়িতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বর এলাকায় সুমাইয়া আক্তারের আড়াই মাসের শিশু সুয়াইবার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

জামায়াত নেতা বলেন, ‘আমরা এখানে এসেছি আমাদের শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনি। শিশুটির মুখে যখন ভাষা ফুটবে, তখন মা ডাকার মতো তার কেউ রইল না। এখন থেকে বড় হওয়া পর্যন্ত অবুঝ বাচ্চাটির যাবতীয় দায়িত্ব আমরা নিলাম। এ শিশুর মতো যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছে, আমি দোয়া করি আল্লাহ্ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। যারা জালিমের হাতে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন।’

পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় গত ২০ জুলাই বিকেলে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমাইয়া আক্তার। তিনি বরিশালের মেহেদীগঞ্জ থানা এলাকার মৃত সেলিম মাতব্বরের মেয়ে। তার স্বামীর নাম জাহিদ হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক 
  • ‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’
  • আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে
  • ভারতে যাওয়ার সময় আটক সাবেক এমপি ফজলে করিম
  • সব কালো আইন বাতিল করা হবে : ড. ইউনূস
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ভারী বর্ষণের আভাস। 
  • নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল