আগেজাতীয় পার্টি কার্যালয়ে আগুন, ‘বেইমান’ আখ্যা দিয়ে ‘নিশ্চিহ্ন’ করার ডাক হাসনাতের

 নিউজ  ডেস্ক :: জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ‘উচ্ছৃঙ্খল জনতা’ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে, উদ্ভূত পরিস্থিতিতে আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে, সেনাবাহিনীর সহায়তা সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন।

জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায় মিছিলকারীরা। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যা সাতটায় এক ফেসবুক পোস্টে জাতীয় পার্টিকে ‘জাতীয় বেইমান’ বলে উল্লেখ করে তাদের উৎখাতের কথা বলেন।

“জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত,” লেখেন মি. আব্দুল্লাহ।

কিছুক্ষণ পর আরেক ফেসবুক পোস্টে ‘জাতীয় বেইমানদের’ নিশ্চিহ্ন করার ডাক দেন তিনি।

তিনি লেখেন, “রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।”






সম্পর্কিত সংবাদ

  • শোকাবহ জেল হত্যা দিবস আজ
  • আগামী জুনের মধ্যে নির্বাচন চায় এলডিপি
  • নতুন কর্মসূচি দিল জাতীয় পার্টি
  • সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তার দাবি ছাত্রদল সম্পাদকের
  • অন্তর্বর্তী সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই, বিশ্বাস মির্জা ফখরুলের
  • স্বৈরাচারের দোসররা যেন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে
  • মাঠে সরব হচ্ছেন নেতাকর্মীরা জেলা-মহানগরে সমাবেশ করবে বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মিথ্যা মামলা প্রত্যাহার ও আ.লীগ দোসরদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর দাবি জানাবে