পদত্যাগ নিয়ে নতুন প্রসঙ্গ সন্দেহজনক : নজরুল ইসলাম খান

 নিউজ ডেস্ক ::  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পলাতক শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে প্রসঙ্গ তোলাটা সন্দেহজনক এবং দুশ্চিন্তার বিষয়। সরকারের দায়িত্ব হচ্ছে, এ বিষয়ে খোঁজ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।

মঙ্গলবার ২২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জানিপপের চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা টিভিতে দেখেছি রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানকে পাশে নিয়ে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর পর তো আর এ নিয়ে কোনো কথা থাকতে পারে না। আর যিনি পালিয়ে যান, তার পদত্যাগ করা বা না করায় কী আসে যায়? তিনি তো পলাতক। বিএনপির এই বর্ষিয়ান নেতা আরও বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের অস্থিতিশীল অবস্থা এবং ক্রমবর্ধমান বৃদ্ধি। স্থায়ী বা অস্থায়ী যে সরকারই ক্ষমতায় থাকুক, তাদের দায়িত্ব হলো জনগণের স্বস্তি নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, সমস্যা সমাধানে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। যাতে মানুষের জীবনে স্বস্তি আসে। জিনিসপত্রের দাম যেন স্থিতিশীল হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, প্রতিবেশী দেশে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকেই চেষ্টা করছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। তারা ফিরে আসার পথ খোঁজার জন্য এগুলো করছে। কিন্তু ফিরে আসা এত সহজ হবে না।






সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
  • ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
  • আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক
  • ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন
  • জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
  • ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল
  • সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
  • নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করায় জামায়াতের প্রতিবাদ