চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল।
অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে ২০।
২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিস জোনসকে। পেনাল্টি পায় লিভারপুল। ২৯তম মিনিটে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ফিরে চেলসি সমতা ফেরায়। ৪৮তম মিনিটে মোসেস কাইসেডোর অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে বল জালে পাঠান নিকোলাস জ্যাকসন।
তিন মিনিট পরই লিভারপুল ফের এগিয়ে যায়, এবারও অবদান রাখেন সালাহ ও জোনস। মিশরীয় ফরোয়ার্ডের বাড়ানো বলে ছোট বক্স থেকে লক্ষ্যভেদ করেন জোনস। ম্যাচের বাকি সময় স্বস্তিতে থাকতে পারেনি লিভারপুল। চেলসি মুহুর্মুহু হানা দেয় তাদের গোলমুখের সামনে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের লিভারপুল।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলেবিস্তারিত…
দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
নিউজ ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা ধরে রাখল চট্টগ্রাম। টানা দ্বিতীয়বিস্তারিত…