চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল।

অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে ২০।

২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিস জোনসকে। পেনাল্টি পায় লিভারপুল। ২৯তম মিনিটে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ফিরে চেলসি সমতা ফেরায়। ৪৮তম মিনিটে মোসেস কাইসেডোর অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে বল জালে পাঠান নিকোলাস জ্যাকসন।

তিন মিনিট পরই লিভারপুল ফের এগিয়ে যায়, এবারও অবদান রাখেন সালাহ ও জোনস। মিশরীয় ফরোয়ার্ডের বাড়ানো বলে ছোট বক্স থেকে লক্ষ্যভেদ করেন জোনস। ম্যাচের বাকি সময় স্বস্তিতে থাকতে পারেনি লিভারপুল। চেলসি মুহুর্মুহু হানা দেয় তাদের গোলমুখের সামনে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের লিভারপুল।






সম্পর্কিত সংবাদ

  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ 
  • কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী
  • সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০’ক্রিকেটে চ্যম্পিয়ান হলো ড্রীম এলিভেন
  • বাংলাদেশি আম্পায়ারের ‘সাহসী’ সিদ্ধান্ত, ভারতীয় ব্যাটারের ক্ষোভ
  • ইয়াসির-এনামুলের ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে রাজশাহী
  • আনুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভালুকা চাঁদপুর দল চ্যাম্পিয়ন