আশাশুনিতে ভিটেবাড়ী ছাড়ার ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামে বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র ও মারপিটের প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তের জন্য পদক্ষেপ গ্রহন করেছেন।
থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পুরোহিতপুর গ্রামের মৃত কালু মোগলের ছেলে নূর ইসলাম প্রায় ৩০ বছর পূর্ব থেকে পুরোহিতপুর গ্রামে জমি ক্রয় করে ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। বিবাদী আফিল সরদারের ছেলে কুদ্দুছ, আলিমুদ্দীন, আকিমুদ্দিন, হাসান ও কুদ্দুস সরদারের ছেলে লাবলু পারিপার্শ্বিক খুটিনাটি বিষয় নিয়ে বাদীদেরকে মারধর ও খুন জখমের ষড়যন্ত্র করে আসছেন।
বিবাদীদের শিরিষ গাছের ডাল বাদীর বসতঘরের উপর পড়ায় ডাল কেটে নিতে বললে তাকে মারপিট ও গালিগালাজ করতে যায়। বাদী সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে তার স্ত্রী ও কন্যাকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করতে চায়। প্রতিবাদ করলে হুমকী ও ভয়ভীতি দেখায়। গত ১২ অক্টোবর বিবাদীরা বাদীর বাড়ির বাড়ির সামনে ডাল কাটা নিয়ে বাদী ও তার স্ত্রীকে অশ্লীল গালিগালাজ ও মারধর করতে উদ্যত হয়। বাদীর ছেলে নাঈম মৌখিক প্রতিবাদ জানালে জামার কলার ধরে মারপিট করে। লোহার বাইশ দিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হয়। নাঈম দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করে। তারা বাদীকে পেলে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। এব্যাপারে নজরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জারান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেব।
« দরগাহপুরে জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ৩ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) লিডার্স এর আয়োজনে শ্যামনগরে গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন »
সম্পর্কিত সংবাদ

বুধহাটা-উজিরপুর সড়কে মৃত গাছ, ঝুঁকিতে পথচারীরা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর সড়কে বহু মরাগাছবিস্তারিত…

আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালবিস্তারিত…