দাবার বোর্ডে বিষ ছড়িয়ে প্রতিপক্ষকে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক ::দাবার বোর্ডে পারদ ছড়িয়ে এক দাবাড়ুকে হত্যা করার চেষ্টা করলেন রাশিয়ার এক কোচ। সেই কাজ ধরা পড়ল সিসি ক্যামেরায়। ঘটনা নিয়ে রাশিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। ওই কোচকে নিষিদ্ধ করা হয়েছে।

যার উপর বিষক্রিয়া ঘটানোর চেষ্টা করেছেন তিনি উমায়গানাত ওসমানোভা। তিনি প্রথমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও পরে সুস্থ হয়ে প্রতিযোগিতায় নামেন। গত ২ আগস্ট ডাগেস্তান দাবা প্রতিযোগিতা চলার সময় এই ঘটনা ঘটেছে।

ঘটনায় মূল অভিযোগ উঠেছে আমিনা আবারাকোভার বিরুদ্ধে। রাশিয়ার ডাগেস্তান এলাকায় থাকেন ৪০ বছর বয়স্ক এ কোচ। নিরাপত্তারক্ষার ক্যামেরায় দেখা গেছে, ওসমানোভা যে বোর্ডে ২০ মিনিট পরে খেলতে বসতেন, সেখানে গিয়ে ঘোরাঘুরি করছেন আমিনা।

এর আগে আমিনা জিজ্ঞাসা করেছিলেন সিসি ক্যামেরা কাজ করছে কি না। যখন শোনেন কাজ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হয়ে ওসমানোভার বোর্ডের সামনে গিয়ে পারদ ছড়িয়ে দেন। জানা গেছে, থার্মোমিটারে যে প্রাণঘাতী পারদ থাকে সেটাই ছড়িয়ে দেন তিনি।

ওসমানোভা জানান, বোর্ডে বসার ৩০ মিনিট পরেই তার মাথা ঝিমঝিম করতে থাকে। বমি পেতে শুরু করে। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকেন। তারা জানান, বিষক্রিয়া ঘটানোর চেষ্টা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমিনাকে গ্রেফতার করে পুলিশ।

ওসমানোভা জানিয়েছেন, ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমে বলেছেন, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মুখে লোহার মতো স্বাদ হচ্ছিল। বোর্ডে পাঁচ ঘণ্টা কাটাতে হত। জানি না শুরুতে বুঝতে না পারলে কী হতো আমার।

আমিনা জানিয়েছেন, ওসমানোভাকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিতেই তিনি এই কাজ করেছিলেন। ওসমানোভাকে মারা নয়, ভয় দেখানোই তার লক্ষ্য ছিল। ব্যক্তিগত শত্রুতা থেকেই এই কাজ করেছেন বলে জানিয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • ‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’
  • বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
  • এরচেয়ে খারাপ শুরু আর হয়নি সেলেসাওদের
  • বাংলাদেশের যে তিন ক্রিকেটার এবার ভারতের নজরে
  • এবার জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে দল পেলেন বিজয়
  • ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ : শচীন তেন্ডুলকারের সামনে বড় চ্যালেঞ্জ
  • দাবা অলিম্পিয়াডে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা
  • বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ