নিজ দায়িত্বে ফিরছে পুলিশ,কর্মবিরতি প্রত্যাহার
নিউজ ডেস্ক :: রাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (১১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন। তারা গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি, সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এসব ঘটনা ছাড়াও পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনা, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কিছু দাবি জানিয়েছিল পুলিশ সদস্যরা। পরে আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। বৈঠকে পুলিশের আইজিপি, র্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘যারা ওই সময়ের মধ্যে যোগ দেবেন না, ধরে নেওয়া হবে তারা আর চাকরি করবেন না।’
সম্পর্কিত সংবাদ
লাশ পোড়ানোয় জড়িত’ সেই ইন্সপেক্টরের সাত দিনের রিমান্ড চায় পুলিশ
. নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন (৫ আগস্ট) ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোরবিস্তারিত…
ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ বিস্মিত ভারত
নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরেবিস্তারিত…