স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

নিউজ ডেস্ক :: বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু বছর আগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনি মতে সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়।
সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন গৌরী খান। সেখানেই গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। সে সময় করণ জোহর প্রশ্ন করেছিলেন, স্বামী হিসেবে শাহরুখ কেমন?
গৌরী জানান, শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি তাকে। যার ফলে শাহরুখের সঙ্গে তার সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।
প্রসঙ্গত, রোম্যান্সের কিং একাধিকবার একটা প্রশ্নের মুখোমুখি হন, এত নারীর মনে বছরের পর বছর ধরে তিনি কীভাবে রাজত্ব করছেন? উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করাই হচ্ছে একমাত্র টিপস। তারা কেবল ওটুকু পেলেই খুশি, এমনও দাবি করেন কিং।
সম্পর্কিত সংবাদ

মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেনবিস্তারিত…

সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
বিনোদন ডেস্ক :: বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটকবিস্তারিত…