ভুল করে অনুশোচনায় ভুগছেন পরীমণি

নিউজ ডেস্ক :: শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগত নিয়েই আছেন অভিনেত্রী পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। সেখানেই জানালেন তার ভুলের কথা। যার কারণে এখন ভীষণ অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল। এই অভিনেত্রী বলেন, এরপর যখন আমার ছেলে হাঁটা শুরু করল, তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইত। আমি ভয় পেতাম। ভাবতাম পুটু যদি কামড় দিয়ে দেয় বা ওর ডাকে ছেলে যদি ভয় পায়। সেই ভেবে পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম। ইদানীং হটাৎ আমি খেয়াল করলাম ছেলেও পুটুর সঙ্গে দূর দূর করতে থাকে।
পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। তিনি বলেন,  আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে! এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করার জন্য। ছেলের সামনে পুটুকে খাওয়ানো, গোসল করানো, আদর করা, কথা বলা, একসঙ্গে ছেলেকে নিয়ে খেলা…..আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করল পুটুর সঙ্গে। আমার ভালো লাগল।

দাম্পত্য জীবনের টানাপোড়েনে গেল বছর ভেঙে যায় রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি। এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর। যাকে নিজের মেয়ের পরিচয়ে দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা। পাশাপাশি কাজও করছেন তিনি।

সূত্র: দেশ রূপান্তর নিউজ






সম্পর্কিত সংবাদ

  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • ‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
  • চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
  • আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত