রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণসভা

নিউজ ডেস্ক :: বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. হৃদয় সরকারের নেতৃত্বে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৭ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এরপর সেখান একটি মৌন মিছিল বের করেন তারা।

উক্ত মৌন মিছিল ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান হাবিব (সমাজবিজ্ঞান বিভাগ), মো. মওদুদ আহমেদ (সমাজবিজ্ঞান বিভাগ), হৃদয় গাজী (সমাজবিজ্ঞান বিভাগ), মীর সাব্বির রহমান (সংগীত বিভাগ), কবির আহমেদ (সংগীত বিভাগ), মাহফুজ আলম সমুদ্র (বাংলা বিভাগ), মো. সাব্বির রহমান (ম্যানেজমেন্ট বিভাগ), বাইজিদ হোসেন (অর্থনীতি বিভাগ) সহ-সাধারণ শিক্ষার্থীরা।

স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মো. হৃদয় সরকার বলেন, আমরা আর কোনো মায়ের কোল খালি হোক বা রক্ত ঝরুক সেটা দেখতে চাই না। হাজারো মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু তার রেখে যাওয়া স্বৈরাচারী মনোভাব দেশের বিভিন্ন সেক্টরে এখনো চলমান। রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির সংস্কারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধ।

অন্তর্বর্তী সরকারকে সেই স্বৈরাচারের পদচিহ্ন সব জায়গা থেকে দূর করতে হবে। আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজেসহ সব জায়গায় সুষ্ঠু রাজনীতির চর্চা করার সুযোগ করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের মো. হাবিবুর রহমান হাবিব বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের সবাইকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়ে গিয়েছেন। তার আত্মাত্যাগ আমরা কখনো ভুলতে পারব না।

স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে সুষ্ঠু রাজনীতির চর্চা ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু রাজনীতির অনুশীলন করতে হবে।

সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • ৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
  • স্কুলে ভর্তির আবেদন শুরুর তারিখ জানা গেলো
  • এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১৪ নভেম্বর
  • আশাশুনিতে ২য় দিনে ৭৭৯ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান
  • ঢাবিতে ‌‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, শিবিরের প্রতিবাদ
  • আলটিমেটামের পর আবারও রাজপথে সাত কলেজের শিক্ষার্থীরা
  • ঢাকা কলেজ শিক্ষার্থীকে ধাক্কা, ৩০ ভিআইপি বাস আটক
  • চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা