ট্রাম্পের নির্বাচনি সমাবেশে বাইডেনের কঠোর সমালোচনায় মাস্ক

নিউজ  ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক ::  মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শুধু সমর্থনই দিলেন না সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। এবার তার জনসমাবেশে হাজির হয়েছেন এই ধনকুবের।সমাবেশে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেট শিবিরের কঠোর সমালোচনা করেছেন মাস্ক। তার ভাষ্য, মার্কিনিদের প্রতিনিধিত্ব করার মত সাহস ট্রাম্পের ছাড়া আর কারও নেই।

ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিশ্বের শীর্ষ এই ধনী।রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।শনিবার পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের নির্বাচনি সমাবেশে মাস্ক বলেন, ‘আমাদের এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি সিঁড়িতে চড়তে পারতেন না। অপর একজন গুলিবিদ্ধ হওয়ার পরেও মুষ্টিবদ্ধ হাত তুলে দেখিয়েছিলেন।

আর বলেছিলেন ফাইট, ফাইট, ফাইট। অথচ তখনো তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমেরিকা বীরদের জায়গা। প্রতিকূল পরিস্থিতিতে কতটা সাহস দেখাতে পারছেন, সেটার থেকে বড় পরীক্ষা কিছু হয় না। তাহলে আপনারা কি সত্যিকারের বীরদের প্রতিনিধিত্ব করেন?’ইলন মাস্কের অভিযোগ, ডেমোক্রেটরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। আসন্ন নির্বাচন মার্কিন রাজনীতি এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন তিনি।

এই ধনকুবের আরও বলেন, ‘আমার মতে, এই নির্বাচনটা আমাদের সারাজীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা কোনো মামুলি নির্বাচন নয়। অপরপক্ষ আপনার বাকস্বাধীনতা কেড়ে নিতে চাইছে। আপনার অস্ত্র কেড়ে নিতে চাইছে ওরা।  ওরা আপনার ভোটাধিকার কেড়ে নিতে চায়।’বিদ্যমান নির্বাচনি কাঠামোর সমালোচনায় মাস্ক বলেন, ‘এখন ১৪টি রাজ্য আছে। যেখানে ভোট দেওয়ার জন্য ভোটার আইডি কার্ড লাগে না।

আমি যে ক্যালিফোর্নিয়ায় থাকতাম, সেখানে সম্প্রতি একটি আইন পাশ করা হয়েছে, যে আইনের মাধ্যমে ভোটের জন্য ভোটার আইডি কার্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি এখনও এই বিষয়টা বিশ্বাস করতে পারছি না। যদি কোনো আইডি না থাকে, তাহলে কীভাবে ঠিক করে ভোট হবে?’

সূত্র: যুগান্তর নিউজ






সম্পর্কিত সংবাদ

  • গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার
  • কলকাতা বইমেলায় ঢুকতে দিচ্ছেন না মমতা, অভিযোগ তসলিমার
  • আটলান্টা ফোবানা সম্মেলনের যাত্রা শুরু, বেড়েছে পরিধি  
  • প্রাকৃতিক গ্যাস সরবরাহ : ট্রাম্প প্রশাসনের সাথে বৃহৎ চুক্তি বাংলাদেশের
  • নিউ ইয়র্কে ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস
  • ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক?
  • ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি
  • গাজাকে নিজ পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক : এরদোয়ান