মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

নিউজ ডেস্ক :: ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী।

মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি। কারণ আমি মনে করি ওই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই শুধু মঞ্চ, প্রক্রিয়াটি উপভোগ করুন। সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি খুশি।’

উল্লেখ্য, ‘মিস রাশিয়া’ রাশিয়ার একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে জয়ীরা দুটি প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।

সূত্র: যুগান্তর নিউজ

 

 






সম্পর্কিত সংবাদ

  • হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি
  • মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
  • সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
  • বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
  • বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত