মহাকাশে বসবে সৌরপ্যানেল, তারবিহীন বিদ্যুৎ আসবে পৃথিবীতে

নিউজ ডেস্ক ;: সৌর বিদ্যুতের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করতে এক অভিনব আইডিয়া নিয়ে হাজির হয়েছে এক ব্রিটিশ স্টার্ট আপ কোম্পানি। তারা পাওয়ার বিমিং প্রযুক্তি ব্যবহার করে সরাসরি মহাকাশ থেকে সৌরশক্তি সংগ্রহ করতে চায়। আর এটা করতে পারলে সৌর বিদ্যুতের যে সীমাবদ্ধতা আছে, তাও কাটিয়ে ওঠা যাবে অনেকখানি। সেই সাথে বিদ্যুতের দামও চলে আসবে হাতের মুঠোয়। সৌরখাতও হয়ে উঠবে আরো নির্ভরশীল।

এই ধারণা বাস্তবায়নের জন্য সূর্যালোককে বিদ্যুতে পরিণত করতে হবে। আর সে কারণেই পৃথিবীর কক্ষপথে বসাতে হবে বিশেষ সৌর প্যানেল। আর সেই প্যানেল সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করবে। এরপর মাইক্রোওয়েভে রূপান্তরিত করে সেই বিদ্যুৎ পাঠানো হবে আর্থ স্টেশনে। আর সেখান থেকেই এই বিদ্যুৎ যোগ হবে স্থানীয় গ্রিডে।
স্টার্ট আপ কোম্পানিটি বলছে, মহাকাশে সৌর প্যানেল স্থাপন করতে পারলে সারা বছর ২৪ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা যাবে। রাতেও থাকবে না কোন ডাউনটাইম। এমনকি মেঘের কারণেও ব্যাহত হবে না বিদ্যুৎ উৎপাদন।

কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্টিন সোলটাউ বলেছেন, এটি হবে পৃথিবীর উপরে স্থাপিত অনেক বড় স্যাটেলাইট। এটি প্রচুর সৌর শক্তি সংগ্রহ করে তাকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করে পৃথিবীতে পাঠাবে। এইভাবে দিনরাত, সব ঋতু এবং সব ধরনের আবহাওয়ার মধ্যেও আমরা গিগাওয়াট-স্কেল ক্রমাগত শক্তি পেতে পারি। আমাদের ভবিষ্যতের ক্লিন এনার্জি মিক্সের জন্য এটিই দরকার।






সম্পর্কিত সংবাদ

  • গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা
  • ১১ বছরের আগে শিশুকে স্মার্টফোন নয়: পরামর্শ দিলো যুক্তরাজ্যের মোবাইল অপারেটর
  • ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে একসঙ্গে ২০ ছবি
  • বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা চাকরি-বাকরি প্রতিবেদক প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ০১ ফলো করুন বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা
  • জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এক্স বন্ধ হয়ে যেতে পারে
  • নতুন স্মার্টফোন কেনার টিপস
  • ইন্টারনেটের মূল্য ও কলরেট কমানোর দাবি