দেশব্যাপী মেট্রোপলিটন ও রেঞ্জের ৩৬১ থানায় কার্যক্রম চালু

নিউজ ডেস্ক :: সারা দেশের মেট্রোপলিটন ও রেঞ্জের ৬৩৯ থানার মধ্যে ৩৬১টির কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯ থানার মধ্যে ২৯১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হয় জনতা। তাদের দাবি—বিভিন্ন সময়ে এই পুলিশবাহিনী তাদের ওপর অত্যাচার করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে। রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রান্ত হলে পুলিশ সদস্যরা একরকম অঘোষিতভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আতঙ্কে গা ঢাকা দেন অনেকে। এর সুযোগ নেয় দুর্বৃত্তরা। বিভিন্ন বাড়িতে চুরি, ডাকাতি ও লুট শুরু করে তারা।

এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’

ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় অন্তত থানার চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেওয়ার কাজ অতি দ্রুত শুরু করতে নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান সংশ্লিষ্ট বিভাগকে থানার অবকাঠামো ঠিক আছে কি না জানতে চান এবং মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের নিজস্ব যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেন।

এরপর আজ শুক্রবার সেনাবাহিনীর সহায়তায় ডিএমপির ২৯ থানার প্রথম পর্যায়ে কার্যক্রম শুরু হয়। এরপর রাতে জানা গেল, সারা দেশের মেট্রোপলিটন ও রেঞ্জের ৬৩৯ থানার মধ্যে ৩৬১টির কার্যক্রম চালু হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা
  • মহানবী (সা.) অন্ধকার দূরীভূত করে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করেন : তারেক রহমান
  • নার্সিংয়ের মহাপরিচালক মাকসুরা নূর ওএসডি
  • ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার  : উপদেষ্টা ফারুক-ই-আজম
  • নার্সদের নিয়ে কটূক্তি : মহাপরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ
  • উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
  • দুই দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়