অধিকাংশ এটিএম বুথে টাকা নেই

নিউজ ডেস্ক :: রাজধানীর বেশিরভাগ এটিএম বুথে টাকা নেই। পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতার কারণে বুথগুলোতে টাকা পাঠাতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ফলে অধিকাংশ এটিএম বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

গতকাল সন্ধ্যায় টাকা তুলতে বের হয়েছিলেন মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মাশরুর রহমান। তিনি বলেন, মিরপুর ১১ ও ১২ নম্বরের ৫টি এটিএম বুথে ঘুরে টাকা তুলতে পারিনি। শেষ পর্যন্ত ৬ নম্বর বুথে এসে টাকা তুলতে পেরেছি। এখানেও টাকার সংকটে একটি মেশিন বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি সিআরএম মেশিনে টাকা রয়েছে।

আজ ব্যাংক থেকে ১ লাখের বেশি টাকা তোলা যাবে নাআজ ব্যাংক থেকে ১ লাখের বেশি টাকা তোলা যাবে না
একই ধরনের সমস্যার কথা জানান মোহাম্মাদপুরের বাসিন্দা হারুনুর রশিদ। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, এটিএম বুথের সুবিধার কারণে বেশি নগদ টাকা সঙ্গে রাখি না। সন্ধ্যায় আশেপাশের এলাকার প্রায় ১০টি বুথ ঘুরেও টাকা তুলতে পারিনি। কোনো বুথ দেখাচ্ছিল টাকা নেই। কোনো বুথ অন্য ব্যাংকের এটিএম কার্ড নিচ্ছে না।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন ধরে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি তাই বেশিরভাগ বুথে টাকা নেই। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব।

নানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছরনানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছর
গত ৫ আগস্ট রাজধানীর অনেক থানা খালি করে চলে যায় পুলিশ। পরদিন থেকে কর্মবিরতির ডাক দিলে সারা দেশ পুলিশ শূন্য হয়ে পড়ে। ফলে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • বৈষম্যের শিকার ১০ম গ্রেডের কর্মকর্তারা আন্দোলনে নামছে
  • এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ
  • দীর্ঘ ১৭ বছর পর বিএবি’র শীর্ষ নেতৃত্বে পরিবর্তন
  • অবশেষে প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের হিসাব
  • চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ
  • বেনাপোল দিয়ে বন্ড লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সুতা আমদানি করতে পারবে: বিকেএমইএ’র নির্বাহী সভাপতি শামীম
  • শুধু ন্যাশনাল ব্যাংকেরই সঞ্চিতি ঘাটতি ১৪ হাজার কোটি টাকার বেশি
  • দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ