অধিকাংশ এটিএম বুথে টাকা নেই
নিউজ ডেস্ক :: রাজধানীর বেশিরভাগ এটিএম বুথে টাকা নেই। পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতার কারণে বুথগুলোতে টাকা পাঠাতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ফলে অধিকাংশ এটিএম বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
গতকাল সন্ধ্যায় টাকা তুলতে বের হয়েছিলেন মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মাশরুর রহমান। তিনি বলেন, মিরপুর ১১ ও ১২ নম্বরের ৫টি এটিএম বুথে ঘুরে টাকা তুলতে পারিনি। শেষ পর্যন্ত ৬ নম্বর বুথে এসে টাকা তুলতে পেরেছি। এখানেও টাকার সংকটে একটি মেশিন বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি সিআরএম মেশিনে টাকা রয়েছে।
আজ ব্যাংক থেকে ১ লাখের বেশি টাকা তোলা যাবে নাআজ ব্যাংক থেকে ১ লাখের বেশি টাকা তোলা যাবে না
একই ধরনের সমস্যার কথা জানান মোহাম্মাদপুরের বাসিন্দা হারুনুর রশিদ। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, এটিএম বুথের সুবিধার কারণে বেশি নগদ টাকা সঙ্গে রাখি না। সন্ধ্যায় আশেপাশের এলাকার প্রায় ১০টি বুথ ঘুরেও টাকা তুলতে পারিনি। কোনো বুথ দেখাচ্ছিল টাকা নেই। কোনো বুথ অন্য ব্যাংকের এটিএম কার্ড নিচ্ছে না।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন ধরে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি তাই বেশিরভাগ বুথে টাকা নেই। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব।
নানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছরনানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছর
গত ৫ আগস্ট রাজধানীর অনেক থানা খালি করে চলে যায় পুলিশ। পরদিন থেকে কর্মবিরতির ডাক দিলে সারা দেশ পুলিশ শূন্য হয়ে পড়ে। ফলে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি
নিউজ ডেস্ক :: তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের মাধ্যমে আরও শক্তিশালী করে, ই-সিগারেটবিস্তারিত…
ভারত থেকে আমদানি চালের প্রথম চালান আসবে কাল
নিউজ ডেস্ক :: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া ২৪ হাজার ৬৯০বিস্তারিত…