নাহিদ ও আসিফ ইতিহাস গড়লেন

নিউজ ডেস্ক :: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাত রাত ৯টায় তারা শপথ নেন।

এই শপথের মাধ্যমে তারা ইতিহাস তৈরি করেছেন। কারণ এত অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর নেই। এছাড়া তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখনও তারা পড়াশুনা শেষ করতে পারেননি। এত অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পড়েছে তাদের উপর।

সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবা মো. বিল্লাল হোসেন একজন শিক্ষক ও মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিষয়:






সম্পর্কিত সংবাদ

  • বাড়িতেই বস্তায় বস্তায় টাকা রাখতেন আমু
  • পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ‘প্রভুত্ব রাজনীতি’ করছে ভারত : ফখরুল
  • আইআরআই-এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
  • ব্যারিস্টার রাজ্জাক এবি পার্টি ছাড়লেন
  • অভিযোগ প্রমাণ হলেই মামলা : জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড
  • ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক
  • যে কোনো মূল্যে দেশ স্থিতিশীল রাখতে হবে
  • এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই : মিয়া গোলাম পরওয়ার