অমিতাভের ওপর যে কারণে বিরক্ত হয়েছিলেন দোকানি
নিউজ ডেস্ক :: একজন মহা তারকা হয়েও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পছন্দ করেন অমিতাভ বচ্চন। একবার তিনি নাকি কেনাকাটা করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েন। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই পুরনো স্মৃতি শেয়ার করেছেন বিগ বি।
কৌন বনেগা ক্রোড়পতির ষোড়শ সিজনের শুটিংয়ে এক প্রতিযোগী অভিনেতার কাছে জানতে চান, কোনও পছন্দের জিনিস কিনতে হলে আগে দাম জিজ্ঞাসা করেন কি না। অভিনেতা জানান, তিনি দাম দেখেই জিনিস কিনে থাকেন।
কথা প্রসঙ্গেই লন্ডনে এক দোকানের অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ। তিনি বলেন, কেনাকাটার মাঝে আমি একটা টাই দেখছিলাম। দোকানদার তখন খুব বিরক্ত হয়ে জানান টাইটির দাম ১২০ পাউন্ড (ভারতীয় মূল্যে প্রায় ১৩ হাজার ১৫০ টাকা)। মূলত অমিতাভের পরিচয় ওই দোকানি জানতেন না।
তাই তিনি ভেবেছিলেন, দামি টাই অমিতাভ হয়তো কিনতে পারবেন না। তিনি জানান, তারপর তিনি ওই দোকানির কাছ থেকে ১০টি টাই কিনে নেন। অমিতাভ বলেন, কখনও কখনও ভারতীয় মেজাজ এবং মনোবলটাও দেখানোর প্রয়োজন হয়। আমাদের যে অবজ্ঞা করা উচিত নয়, সেটা কখনও কখনও বুঝিয়ে দিতে হয়।
সূত্রঃ মানবজমিন ডেস্ক
সম্পর্কিত সংবাদ
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক :: গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফবিস্তারিত…
আবারও প্রেমে পড়েছেন পরীমণি
নিউজ ডেস্ক :: আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুনবিস্তারিত…