অমিতাভের ওপর যে কারণে বিরক্ত হয়েছিলেন দোকানি

নিউজ  ডেস্ক :: একজন মহা তারকা হয়েও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পছন্দ করেন অমিতাভ বচ্চন। একবার তিনি নাকি কেনাকাটা করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েন। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই পুরনো স্মৃতি শেয়ার করেছেন বিগ বি।

কৌন বনেগা ক্রোড়পতির ষোড়শ সিজনের শুটিংয়ে এক প্রতিযোগী অভিনেতার কাছে জানতে চান, কোনও পছন্দের জিনিস কিনতে হলে আগে দাম জিজ্ঞাসা করেন কি না। অভিনেতা জানান, তিনি দাম দেখেই জিনিস কিনে থাকেন।

কথা প্রসঙ্গেই লন্ডনে এক দোকানের অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ। তিনি বলেন, কেনাকাটার মাঝে আমি একটা টাই দেখছিলাম। দোকানদার তখন খুব বিরক্ত হয়ে জানান টাইটির দাম ১২০ পাউন্ড (ভারতীয় মূল্যে প্রায় ১৩ হাজার ১৫০ টাকা)। মূলত অমিতাভের পরিচয় ওই দোকানি জানতেন না।

তাই তিনি ভেবেছিলেন, দামি টাই অমিতাভ হয়তো কিনতে পারবেন না। তিনি জানান, তারপর তিনি ওই দোকানির কাছ থেকে ১০টি টাই কিনে নেন। অমিতাভ বলেন, কখনও কখনও ভারতীয় মেজাজ এবং মনোবলটাও দেখানোর প্রয়োজন হয়। আমাদের যে অবজ্ঞা করা উচিত নয়, সেটা কখনও কখনও বুঝিয়ে দিতে হয়।

সূত্রমানবজমিন ডেস্ক






সম্পর্কিত সংবাদ

  • নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা
  • বলিউডের নতুন তারকাদের নিয়ে আক্ষেপ অক্ষয়-অজয়ের
  • সর্বকালের সেরা পাঁচ অ্যানিমেশন সিনেমা
  • এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া
  • ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘প্রিয় মালতী’র প্রশংসায় ক্রিটিকসরা, মেহজাবীনে মুগ্ধ মিশরীয় অভিনেত্রী
  • দুর্ঘটনার শিকার হিনা খান
  • সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত
  • জনপ্রিয় পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী