পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক
নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কারে কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, চলতি মাসে পূর্ণাঙ্গ কমিশন গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ ১লা অক্টোবর থেকে শুরু করতে পারবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে।
ছয় জন বিশিষ্ট নাগরিককে সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কারে ড. শাহদীন মালিক, নির্বাচন ব্যবস্থায় ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসনে সফর রাজ হোসেন, বিচার বিভাগে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশনে ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করা হয়েছে।
প্রথম ধাপে করা গুরুত্বপূর্ণ এই ছয় বিষয়ে করা কমিশনের কাছে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে সাধারণ মানুষ। দায়িত্ব পাওয়া বিশিষ্টজনরাও তাদের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করার কথা জানিয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মানবজমিনকে বলেন, দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তবে দায়িত্ব সম্পর্কে এখনো কিছুই জানি না। সেক্ষেত্রে এখনই প্রতিক্রিয়া জানাতে চাই না।
সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পাওয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক মানবজমিনকে বলেন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে শুনলাম আমাকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পরই বুঝতে পারবো আমাকে কতো সময়ের মধ্যে কী ধরনের কাজ করতে হবে।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এক প্রতিক্রিয়ায় তিনি মানবজমিনকে বলেন, অফিসিয়ালি আমি এখনো কিছু জানি না। আমি এখন গাজীপুর কাপাসিয়াতে আছি। সংবাদ মাধ্যমে জানতে পেরেছি আমাকে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বিচার বিভাগে থাকা অবস্থায় যেভাবে দায়িত্ব পালন করেছি একইভাবে অর্পিত দায়িত্ব পালন করবো। আরও বেশি এবং আমার সর্বোচ্চটা দিয়েই দায়িত্ব পালন করবো। সবার দোয়া চাই।
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ বিভাগের সচিব হলেন ফারজানা মমতাজ
নিউজ ডেস্ক :: বিদ্যুৎ বিভাগের সচিব হলেন ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকেবিস্তারিত…
বরখাস্ত হচ্ছেন ১৮৭ পুলিশ কর্মকর্তা!
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহবিস্তারিত…