আশাশুনিতে মসজিদে নামে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত-১,
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মসজিদের নামে খাস জমি দখল সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।
উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদ খাস জমি ডিসিআর নেওয়া হয়েছে এমন ঘোষণা দিয়ে সাইন বোর্ড স্থাপন করা হলে পক্ষে বিপক্ষের মুসল্লিদের মধ্যে দ্বিধাদ্বন্দ ও মদ্বৈততার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে এক জন নিহত, ৪ জন গুরুতর আহত ও কমপক্ষে ১০/১২ জন কমবেশী আহত হয়।
উত্তর চাপড়া গ্রামের সহিদুল ইসলাম জানান,মসজিদ কমিটির পক্ষ থেকে খাস জমিতে মসজিদের সাইনবোর্ড স্থাপন করা হয়। এনিয়ে কমিটির সেক্রেটারী সালাম বিরোধীতা করে জমির মালিক ছোরমানের ছেলে ফজলু তাদের জমিনখাস হওয়ার পর ফিরে পেতে মামলা করেছে এ জমি মসজিদের হয় কিভাবে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। সেখানে ইউপি চেয়ারম্যান মাহবুবুর হক ডাবলু ও তার ভাই লাভলু ছিলেন না বলে তিনি জানান।
ঘটনায় নিহত জাকারিয়ার চাচাত ভাই মফিজুল ইসলাম পলাশ জানান, আমি মাছ বিক্রয় করে ফিরে জানতে পারি দুপক্ষের দুজন মারাত্মক আহত হয়েছে। রাস্তায় ভাংগা ইটের স্তুপ দেখতে পাই। যা মারামারির সময় ব্যবহার করা হয়। ঘটনার সময় বা আগে পরে চেয়ারম্যান ডাবলু বা তার ভাই লাভলু সেখানে যাননি।
নিহত জাকারিয়ার চাচাত ভাই ইস্রাফিল আলম বলেন, মসজিদেন নামের সাইন বোর্ড স্থাপন করা হলে শুক্রবার জুম্মার নামাজের সময় এনিয়ে আলোচনা হয়। শনিবার মহেশ্বরকাটিতে মসজিদের সেক্রেটারী সালামের সাথে সাইনবোর্ড স্থাপন নিয়ে মিঠু ও অন্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার সকালে সালাম বাড়ির লোকজন নিয়ে মিঠুদের বাড়ির কাছে গিয়ে কৈফিয়ত চাইতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে যাকারিয়া, আজিজ, রেজাউল এবং অপর পক্ষের লাল্টু ও মিঠু গুরুতর আহত হয়। পরে যাকারিয়া হাসপাতালে নিহত হয়। কোন ঘটনার সময় চেয়ারম্যান ডাবলু বা লাভলু ছিলেন না। এছাড়া আঃ আজিজসহ অনেকে একই রকম কথা জানান।
বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলু জানান, খাস জমি মসজিদের নামে ডিসিআর পেয়েছে বলে মসজিদের লোকজন জমিতে সাইন বোর্ড টানান। ফজলু ঐ জমি তাদেরর পৈত্রিক সম্পত্তি বলে দাবী করে সেক্রেটারীকে জানালে। সালাম তার লোকজন নিয়ে আজিজের বাড়ির সামনে জড়ো হলে মসজিদের লোকজন হাজির হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এঘটনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিমবিস্তারিত…
আশাশুনির আশরাফ ডিসাস সভাপতি নির্বাচিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশান (ডিসাস) এর সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত…