আশাশুনির এক গুচ্ছ খবর

আশাশুনিতে তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে গণমানুষকে নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী।
সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ।
বিএনপি নেতা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, মুসলেম হোসেন, নুরুল ইসলাম, ইমদাদুল হক, আবু রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কৃষক লীগ নেতা তারিকুল ও জুয়েল বাহিনীর হাতে নির্যাতিত হয়নি কুল্যা ইউনিয়নের ২-৩ নং ওয়ার্ডে এমন ব্যক্তি নেই। তারা খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টিকারী, সরকারি খাস সম্পত্তি দখল ও ,ইভটিজিংকারী। তাদের অত্যাচারে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তাই তাদের বিচারের দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ।
মানববন্ধন শেষে নির্যাতিত শতাধিক নারী তারিকুল ও জুয়েল বাহিনী বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করে।আশাশুনি সহকারী যুব উন্নয়ন
কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ সে
প্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান সাতক্ষীরা সদর উপজেলায় বদলী হয়েছেন। বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জীব কুমার দাশ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাশের সভাপতিত্বে সভায় বিদায়ী অতিথি কাজী সুবির হাসান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রক্ত করবী সভাপতি কামরুন্নার কচি, উদারতা যুব ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসেন, গ্রাম উন্নয়ন যুব সংস্থার সভাপতি ইয়াছিন আলী, সফল আত্মকর্মী তানিয়া ও চন্দ্রা রানী, কম্পিউটার অপারেটর শওকত আলী, ক্যাশিয়ার মিল্টন কুমার দাশ, অফিস সহকারী রক্সান আলী প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
ইসলামী ছাত্র শিবিরের বুধহাটা অফিস উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুধহাটা ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বুধহাটা করিম সুপার মার্কেটে অফিস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আবু মুছা সোলায়মানী। ইসলামী সংগীত পরিবেশন করেন মেহেদী হাসান। উদ্বোধনী বক্তব্য রাখেন, আশাশুনি উত্তর শাখার সভাপতি হাফেজ মোখলেসুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারী জুবায়ের রহমান।বিশেষ অতিথি আশাশুনি উপজেলা নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, যুব জামাতের সভাপতি ডা: রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী আজহারুল ইসলাম, কুল্যা ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ আলী, নায়েবে আমির মেহেদী হাসান প্রমূখ।
আশাশুনি সদর জামাতের দায়িত্বশীল বৈঠক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ টায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান।
অন্যদের মধ্যে ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই, সহকারী সেক্রেটারি এসএম শহিদুজ্জামান বাবলু, মেম্বার সিরাজুল ইসলাম, রুহুল আমিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আশাশুনিতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়ন, কর্মীদের মান বৃদ্ধি, রোকন, কর্মী, সমর্থক বৃদ্ধি করা, সকল ইউনিট চালু করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
  • আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
  • বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে  ষড়যন্ত্রের অভিযোগ 
  • সাতক্ষীরার আশাশুনিতে উদারতা শিক্ষাবৃ‌ত্তি প্রদান।
  • কাদাকাটিতে পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • বুধহাটায় জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ
  • আশাশুনিতে বৃক্ষরোপণ  কর্মসূচি উদ্বোধন
  • শ্রীউলায় পানি নিস্কাশন পথ বন্ধ  করায় জলাবদ্ধতার সৃষ্টি