যুবদলের মিছিলে হামলার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

নিউজ ডেস্ক ::পটুয়াখালীর রাঙ্গাবালীতে শুভেচ্ছা মিছিলে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সী ও তার লোকজনের বিরুদ্ধে।

হামলায় আহত হন ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ এবং ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মাইনুল মিয়া। শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলার ইউনিয়নের স্লুইস বাজারে এ ঘটনা ঘটে।

পরে আহতদের পটুয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হামলার চিত্রধারণ করায় স্থানীয় সংবাদকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম মৃত্যুবরণ করায় দীর্ঘদিন পদটি শূন্য ছিল। পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে শুক্রবার চিঠি প্রকাশের পরপরই চরমোন্তাজ ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফের নেতৃত্বে মিছিল বের করে নেতাকর্মীরা।

এসময় নজরুল ও তার ভাই বাহাদুর মুন্সির নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের শূন্যপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নজরুল।

পদবঞ্চিত হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।হামলার শিকার যুবদলের সভাপতি বলেন, গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই আধিপত্য বিস্তার শুরু করেন নজরুল।

সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও তার গুন্ডা বাহিনীর ভয়ে কেউ মুখ খুলেন না। তিনি আরও বলেন, এ হামলার ঘটনায় আমরা বিএনপির সিনিয়র নেতাদের কাছে বিচার চাই।এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সী বলেন, আমি আমার অফিসে ছিলাম।

পরে শুনি মিছিলে যুবদলের দু’পক্ষ হাতাহাতিতে জড়ান। সেসময় সেখানে আমার ভাই বিষয়টি মিমাংসারর জন্য যান। রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি আমারও জানা নেই।






সম্পর্কিত সংবাদ

  •  উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপনের গুরু দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনী
  • বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম
  • মেহেরপুরে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
  • কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আমতলীতে এক দফা দাবি নিয়ে রাস্তায় শিক্ষকরা
  • ভারতে অনুপ্রবেশকালে শার্শা সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
  • ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন