কপিলমুনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত

আমিনুল ইসলাম বজলু :: অবশেষে পদত্যাগ করেছেন খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকু।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের শারিরীক সমস্যার কথা উল্লেখ করে তিনি নিজে পদত্যাগ ও বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে উদ্বুধ পরিস্থিতিতে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সংগঠনের বিশেষ জরুরী সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নির্ভরযোগ্য একাধিক সূত্র।

একই দিন সংগঠনের নির্বাচিত খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ মুহাঃ আব্দুস সালাম, একে আজাদ, এইচএম শফিউল ইসলাম, এসএম লোকমান হেকিম পদত্যাগ করলে বিষয়টি অবগত হয়ে সভাপতি হেদায়েত আলী টুকু ঐ পদত্যাগ পত্রে স্বাক্ষর ও কার্যকরী পরিষদ বিলুপ্ত করেন।

জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেস ক্লাবে সম্পৃক্ত হতে দাবী জানিয়ে আসছিল। তবে সংগঠনের এক শ্রেণীর স্বার্থান্বেষী সাংবাদিক সংগঠনকে কুক্ষিগত করতে তাদের দাবি অগ্রাহ্য করে আসছিল। যদিও সম্প্রতি পছন্দের কিছু সংবাদকর্মীকে সংগঠনের সাথে সমন্বয় করা হয়। তবে তা যথাপুযুক্ত নয় বলে মনে করেন স্থানীয় সাংবাদিকদের একাংশ।

এদিকে বর্তমান পরিষদ বিলুপ্ত ও আসন্ন বিশেষ সাধারণ সভা আহ্বানকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাংবাদিক মহলে। তারা আগামীতে যোগ্য নের্তৃত্ব প্রকৃত সংবাদকর্মীদের সম্পৃক্ত করে আহ্বায়ক কমিটি ও তাদের তত্ত্বাবধায়নে একটি কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠনে সুষ্ঠু নির্বাচনের দাবী করেছেন। সর্বশেষ বর্তমান কমিটি বিলুপ্ত হওয়ায় সাংবাদিকদের পাশাপাশি সর্বমহলে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

 






সম্পর্কিত সংবাদ

  • স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে -মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের
  • পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবের ১৩০টি মণ্ডপ প্রস্তুত
  • রাজবাড়ীতে পানিবন্দি শতাধিক পরিবার
  • কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ সাধারণ সভা
  • মরহুম প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও মরহুম মাস্টার বদিয়ার রহমান এর স্মরণ সভা
  •  উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপনের গুরু দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনী
  • বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম
  • মেহেরপুরে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা