বন্যাদুর্গত ২৫৬ পরিবারের মাঝে দখিনা’র আর্থিক অনুদান প্রদান
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/09/download-2-5.jpg?resize=294%2C171&ssl=1)
নিউজ ডেস্ক ::শনিবার, ৭ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় দখিনা (একটি অরাজনৈতিক জন ও সমাজ কল্যাণ মূলক সংগঠন) খুলনাএর উদ্যোগে দক্ষিণাঞ্চলের বন্যাদুর্গত ২৫৬ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি-২০২৪ পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিতবিভিন্ন স্থানে বাস্তবায়ন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দখিনার সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার,সরকারি বয়রা মহিলা কলেজের প্রফেসরএসএম মাহবুবুর রহমান, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ সম্মানিত অধ্যক্ষ, একেএম গোলাম আযম, সহকারী অধ্যক্ষ, মোহাম্মদ আকতার হোসেন, শিক্ষক শেখ মেহেবুব ইসলাম, অধ্যাপক আব্দুস সাত্তার, শিক্ষক মোঃরবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি, এম, ইউনুস আলী, মোঃ শরিফুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম মনি, শেখ মাইনুলইসলামজুয়েল, মোহাম্মদ নাজমুল হক খোকন, মোহাম্মদ রফিকুল ইসলাম জজ, প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/Image.jpg?resize=400%2C200&ssl=1)
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭২৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
নিউজ ডেস্ক :: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/19683443_129.jpg?resize=400%2C200&ssl=1)
আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালেরবিস্তারিত…