‘আলো আসবেই’ গ্রুপে কখনো প্রবেশ করিনি
নিউজ ডেস্ক::সম্প্রতি ‘আলো আসবেই’ নামে শিল্পীদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে গত সরকারের সমর্থকঅভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেছেন।
সামাজিক মাধ্যমে এগুলো ভাইরাল হওয়ার পর গ্রুপের সদস্যরা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এবার এ নিয়ে মুখ খুললেন সেই গ্রুপে থাকা অভিনেতা ফজলুর রহমান বাবু। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, একটা গ্রুপের এডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি অ্যাড করতে পারেন।
অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি এডমিন তাকে ডিলিট না করে।
গ্রুপে কখনো প্রবেশ করেননি দাবি করে ফজলুর রহমান বাবু লিখেছেন, আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না। সূত্র:নিউজ ডেস্ক
সম্পর্কিত সংবাদ
‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’
নিউজ ডেস্ক::সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামকবিস্তারিত…
বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার
নিউজ ডেস্ক::আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনাবিস্তারিত…