পাইকগাছায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতারন
আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা ( খুলনা) ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পাইকগাছার দেলুটির দারুণমল্লিক খেয়া ঘাটে ত্রাণ বিতারণ করেন।
শনিবার দুপুর ১টার সময় উপজেলার দেলুটি ইউনিয়নে এ ত্র্ণ বিতারন করেন,পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ, যুবদলের উপজেলার আহ্বায়ক জিএম তহিদুজ্জামান মুকুল, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য যজ্ঞেশ্বর কার্ত্তিক, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, মোঃ ইব্রাহিম হোসেন, যুবদলের যুগ্ন-আহ্বায়ক ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, শেখ ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা শেখ আবু তালেব,শফিকুল ইসলাম শফি, আব্দুর রাজ্জাক,হারুন-অর-রশিদ, ইকবল হোসেন, লিটন,আবু হানিফ, ইউনুচ মোল্যা,রাজু মোড়ল,সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ হিসেবে ছিলো- বিস্কুট, চিড়া, মুড়ি,স্যালাইন ও পানি।
বন্যাকবলিত এলাকার মানুষের অভিযোগ, সড়কের পাশের বাড়িঘর ও আশ্রয়কেন্দ্রগুলোর মানুষজন একাধিকবার ত্রাণ পাচ্ছে। কিন্তু প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না। মূলত ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার কারণে দুর্গতদের সবার কাছে সমানভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে জানান।
আ’লীগ জনগণের টাকা মেরে আরাম-আয়েশকারী জনগণের বন্ধু হতে পারে না
জনগণের হক নষ্ট করে তাদের টাকা দিয়ে আরাম আয়েশ কারি আওয়ামী লীগ কখনো জনগণের বন্ধু হতে পারে না।
শনিবার সকাল ১১টায় পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার হরণ করে শেখ হাসিনা সরকার বল প্রয়োগ করে ক্ষমতা দখল করে রেখেছিল। দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে একতরফা ভোট কারচুপির করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে বয়োবৃদ্ধ থেকে শিশুরাও হামলা মামলা থেকে রেহাই পায়নি। তিনি আরো বলেন, তার ক্ষমতা পাকাপোক্ত করতে জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার একদফা দাবিতে হাসিনা সরকার পালাতে বাধ্য হয়। যারা আজকের স্বাধীনতা এনে দিয়েছেন, ছাত্র- জনতার হত্যার বিচার ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিতে জামায়াত ইসলামী কাজ করছে।
উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জামায়ত নেতা কাজী তামজীদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, আলতাফ হোসেন, বুলবুল আহম্মেদ, আব্দুল খালেক, ডাক্তার আসাদুল ইসলাম, মিজানুর রহমান, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ছাত্রশিবির নেতা আল মামুন ও এসকে মহিবুল্লাহ প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
বরিশাল ব্যুরো প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম অনলাইন সংস্করণ এ সম্পর্কিত আরও খবর বন্যার্তদের মাঝে জাগপা ছাত্রলীগের আর্থিক সহযোগিতা প্রদান আন্দোলনে কলেজছাত্রকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেপ্তার ‘বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক:: চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি ইউনিয়নবিস্তারিত…
যুবদলের মিছিলে হামলার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে
নিউজ ডেস্ক ::পটুয়াখালীর রাঙ্গাবালীতে শুভেচ্ছা মিছিলে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতিবিস্তারিত…