সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আটক-১

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস ৪ বোতল মদ সহ মোঃ ইমন (২৩) নামে একজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে কাকডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয় । আটক হ্ওয়া ইমন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আব্দুর ছালামের ছেলে ।
শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।তিনি জানান,বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় কাকডাঙ্গা বিজিবির সুবেদার তাহেরের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায় ।
এসময় সেখানে থাকা মোঃ ইমন নামের একজনকে আটক করে। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশী করে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস ৪ বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত আসামী ইমনের বিরুদ্ধে আগে কলারোয়া থানায় ২ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্যসহ আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ।
সম্পর্কিত সংবাদ

কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত…

কালিগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জের ৩৬নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতবিস্তারিত…