ইনসাফের বাংলাদেশ গড়তে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে: জামায়াত আমির

ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একহাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে নারীর গায়ে হাত একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, আমরা তাদের হাত শক্তভাবে ধরে ফেলব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়তে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় শফিকুল রহমান আরও বলেন, স্বৈরাচার পতনের পর গণহারে মামলা বাণিজ্য করা হয়েছে। নিরীহ মানুষদের হয়রানি করা হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাম্য মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মহম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের খুলনা অঞ্চলের টিম সদস্য সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের প্রার্থী কাজী নজরুল ইসলাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত রহমানসহ সাতক্ষীরা জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ৫৪ বছরে সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন ও দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে।

পরে ডা. শফিকুর রহমান সাতক্ষীরার ৪টি আসনের জামায়াতের প্রার্থীদের দাঁড়িপাল্লা হাতে তুলে তাদের পরিচয় করিয়ে দেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ
  • খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে
  • নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর
  • গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে: তারেক রহমান