সাতক্ষীরা-১ এ সাবেক এমপি হাবিবের মনোনয়নপত্র দাখিল
কামরুল হাসান।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেবুন নাহারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি সিরাজুস সালেহীন, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, বিএনপির পক্ষে কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন প্রমুখ।
হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন।
মনোনয়নপত্র জমা দিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সাথে সেটি গ্রহণ করেছেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে অবহেলিত তালা-কলারোয়ার গণমানুষের আস্থা ও ভালবাসা নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচনকে সামনে রেখে আমাকে নিয়ে মানুষের মধ্যে যে বিশ্বাস ও আস্থার সৃষ্টি হয়েছে সেটি আমৃত্যু ধরে রাখতে চাই। মানুষ এখন এলাকার সার্বিক উন্নয়ন চায়, কাজ চায়। তাই আমার অতীত কাজের মূল্যায়ন করে ভোটারগণ নিশ্চয়ই আমার প্রতি সদয় হবেন। এছাড়া, তিনি তরুণ নেতৃত্বের বিকাশ ও পাটকেলঘাটাকে একটি উপজেলায় রূপ দেয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ফলাফল প্রকাশ
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণাবিস্তারিত…
কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ
কামরুল হাসান।। কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রোববারবিস্তারিত…


