আশাশুনিতে আদালতের রায় ডিগ্রী প্রাপ্তদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস,এম মোস্থাফিজুর রহমান।।আশাশুনিতে বিক্রীত জমির অতিরিক্ত দখল আদালতে ডিগ্রী প্রাপ্তির পর বিবাদী পক্ষ দখলে নেওয়ায় অপ্রপচারের অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে বিবাদী রবিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
উপজেলার জেলপাতুয়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সানার ছেলে দীনেশ চন্দ্র সানা লিখিত বক্তব্যে জানান,তার বাবা ২০০২ সালে ফকরাবাদ মৌজায় ৬০৫ ও ৬০২ দাগে এসএ উল্লেখ করে,একই গ্রামের মৃত মনোহর সানার ছেলে দুঃখীরাম সানার কাছে ৩৩ শতক জমি বিক্রয় করেন। দলিলে ৬০৫ দাগের (বিআরএস খতিয়ান ১০৩৭,দাগ ২৩৪৫) ৩৩ শতক বিলান জমি গ্রহিতা দুঃখীরাম সানার নামে রেকর্ড হয়। সেই থেকে অদ্যাবধি ৬০৫ দাগের জমিতে দুঃখীরাম ভোগদখলে আছেন। বিআরএস খতিয়ান বের হওয়ার পর আমরা জানতে পারি যে,দুঃখীরাম সানা তার প্রাপ্ত ৩৩ শতক জমি দখল ছাড়াও ৬০২ দাগে অতিরিক্ত (বিআরএস ২২৯৫ দাগে) বাগান সম্পত্তি প্রায় ১০ শতক জমি জবর দখল করে আছে। এ নিয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আনুমানিক ৬ বছর আগে সালিশী বৈঠক হয়। সালিসে দুঃখীরাম সানাকে অতিরিক্ত দখলকৃত ১০ শতক সম্পত্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে ১ মাস সময় প্রার্থনা করলে ১ মাসের মধ্যে জমি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু জমি ছেড়ে না দিলে পরবর্তীতে গন্যমান্য ব্যক্তিরা পুনরায় সালিশ আহবান করা হলে দুঃখীরাম সানার শ্যালক আওয়ামীলীগ নেতা সমীরন গাইন নেতাকর্মী ও দুঃষ্কৃত ব্যক্তিদের নিয়ে প্রকাশ্য দিবালোকে আমাদের বাড়িতে ঢুকে সালিশ চলাকালিন সময়ে আমাদেরকে প্রাণ নাশের হুমিক দিয়ে তার লোকজন নিয়ে চলে যায়। এবং ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করে। মুচলেকায় স্বাক্ষর করিয়ে নেয়। এছাড়া আদালতে ১৪৫ ধারা মামলা এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সাতক্ষীরা আদালতে পৃথক মামলা দায়ের করে। মুচলেকায় বিজ্ঞ আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ স্ব স্ব স্থানে অবস্থান করবে মর্মে লিখিত আপোষ নামায় স্বাক্ষর করিয়ে নেয়। বিজ্ঞ আদালত গত ২০ আগস্ট ১৪০৬নং মামলা (যার বাদী দুঃখীরাম সানা) খারিজ করতঃ বিবাদীদের পক্ষে আদেশ বা
রায় ডিগ্রী প্রদান করেন। ডিগ্রী মোতাবেক বিবাদী পক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরবৃন্দকে অবহিত করলে চেয়ারম্যান সাহেব মেম্বরের মাধ্যমে ডিগ্রী প্রাপ্তদের দখল বুঝে দিতে উভয় পক্ষকে অবহিত করেন এবং ৪ দিন সময় দেওয়া হয়। বিবাদী (আমি) গত ২৫ অক্টোবর শান্তিপূর্ন ভাবে উক্ত জমিতে দখল বুঝে নেই। এবং ঘেরা বেড়া দিয়ে সীমানা চিহ্নিত করেছি। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে গাছগাছালি কর্তন,লাঠি শাবল নিয়ে জনৈক মেম্বরের নেতৃত্বে জমি জায়গা দখলের মিথ্যা অভিযোগ এনে ২৫ অক্টোবর আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। আমরা মিথ্যা অভিযোগ সংবাদ সম্মেলনের তিব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসের দুই মোহরারকে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১ম দিনে ১৩ জনের মনোনয়ন ক্রয়
  • আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা
  • আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক