মেহজাবিন উচ্ছ্বসিত

নিউজ ডেস্ক::ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তকমা অর্জন করেছিলেন মেহজাবিন চৌধুরী। ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।

এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন। মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।

এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন। শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ছবিটি।

ছবিটির পরিচালক মাকসুদ হোসাইন। মেহজাবিন জানালেন, তিনি ৮ই সেপ্টেম্বর ছবিটির দ্বিতীয় প্রদর্শনীটি সবার সঙ্গে উপভোগ করবেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্সকে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায়। এবং অবশ্যই যে চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সঙ্গেই মেলবন্ধন তৈরি করে। আমি সৌভাগ্যবান যে, আমার সেই চেষ্টা, সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে।
কানাডায় অবস্থানরত আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমার টিমের সঙ্গে ‘সাবা’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন। আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে।

 






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ
  • ছবি তোলাকে কেন্দ্র করে মেজাজ হারালেন আলিয়া
  • মেকআপ করার নামে নোংরামি, শিল্পীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিদিশার
  • একা থাকি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে, প্রশ্ন তুললেন মধুমিতা
  • প্রিয়াংকা নয়, মেরি কমের প্রস্তাব পান রানি মুখার্জি
  • মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’
  • সালমানের বাবার একটি ঘটনা আটকাতে পারতেন অমিতাভ, কী সেটা?
  • ঢাকায় ‘অর্থী’, টরন্টোতে ‘সাবা’