মেহজাবিন উচ্ছ্বসিত
নিউজ ডেস্ক::ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তকমা অর্জন করেছিলেন মেহজাবিন চৌধুরী। ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।
এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন। মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।
এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন। শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ছবিটি।
ছবিটির পরিচালক মাকসুদ হোসাইন। মেহজাবিন জানালেন, তিনি ৮ই সেপ্টেম্বর ছবিটির দ্বিতীয় প্রদর্শনীটি সবার সঙ্গে উপভোগ করবেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
সম্পর্কিত সংবাদ
ভাঙল নির্মাতা দীপংকরের সংসার
নিউজ ডেস্ক:: নির্মাতা দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায়বিস্তারিত…
ইরফান-বৃষ্টির ‘অবুঝপনা’
নিউজ ডেস্ক::নতুন নাটক নিয়ে হাজির হলেন হাল সময়ের ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানিয়াবিস্তারিত…