কেন্দুয়ায় ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/08/OIP-3-2.jpeg?resize=313%2C180&ssl=1)
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪, বুধবার ,নেত্রকোনার কেন্দুয়ায় এক মাদ্রাসার ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে।
এ ঘটনাটি কেন্দুয়া উপজেলার মনকান্দা এম.ইউ.আলিম মাদ্রাসায় ঘটেছে। গত ২১শে আগস্ট মাদ্রাসায় লাগাতার অনুপস্থিতির জন্য তাদেরকে এই কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। ওই নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসকের অবগতি জন্য পাঠানো হয়েছে।
নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাদ্রাসায় অনুপস্থিতির জন্য কেন বেতনভাতা কর্তন এবং শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য যথাযথ কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এর সন্তোষজনক জবাব দিতে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, গত ১৮ই আগস্ট আকস্মিকভাবে মাদ্রাসায় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। এ সময় শোকজপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কাউকে মাদ্রাসায় উপস্থিত পায়নি তিনি। পাঠদান বিষয়ে খবর নিতে পরেরদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে মাদ্রাসায় পাঠায় ইউএনও।
ওইদিনও শোকজপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কাউকে পায়নি। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা লিখিত ভাবে জানায় তারা ৩০শে জুলাই থেকে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG-20250117-WA0001.jpg?resize=400%2C200&ssl=1)
কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বাহারুল উলুম কামিল মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবনবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/eiF9TES32198.jpg?resize=400%2C200&ssl=1)
রোগমুক্তি কামনায় মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা ওবিস্তারিত…