বাংলাদেশ ইস্যুতে যোগি আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয়ায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, নয়া দিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় হস্তক্ষেপ করছে। এ খবর দিয়ে অনলাইন নিউজ১৮ বলছে, ভারতের রাজনীতিতে এখন বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলন উদাহরণ হিসেবে ব্যবহার হচ্ছে।
বিভিন্ন নেতা রাজনৈতিক পরিস্থিতি বোঝানোর জন্য এই উদাহরণ টানছেন। সোমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে যেটা ঘটেছে সেই ভুল এড়িয়ে চলতে হবে সবাইকে।
বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনে ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার রেজিম। আগ্রায় এক কর্মসূচিতে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে কি ঘটছে তা কি আপনারা দেখছেন? ওইসব ভুল এখানে করা ঠিক হবে না।
জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অখিলেশ যাদব। বাংলাদেশে সংঘর্ষের বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি (আদিত্যনাথ) ভারতের প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা তার এখন পালন করা উচিত নয়। বিশ্বের কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কাজ প্রধানমন্ত্রীর, ভারত সরকারের। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এটাই প্রথম এমন ঘটনা ঘটিয়েছেন এমন নয়। অতীতেও তিনি এসব করেছেন। আমি আশা করি দিল্লিওয়ালি তাকে বোঝাবে যে, দিল্লির সিদ্ধান্তে তার হস্তক্ষেপ করা উচিত নয়।
সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি
নিউজ ডেস্ক :: নবানির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেনবিস্তারিত…
গাজাকে নিজ পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক : এরদোয়ান
নিউজ ডেস্ক :: গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, গাজাকেবিস্তারিত…