বাংলাদেশ ইস্যুতে যোগি আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব

নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয়ায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, নয়া দিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় হস্তক্ষেপ করছে। এ খবর দিয়ে অনলাইন নিউজ১৮ বলছে, ভারতের রাজনীতিতে এখন বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলন উদাহরণ হিসেবে ব্যবহার হচ্ছে।

বিভিন্ন নেতা রাজনৈতিক পরিস্থিতি বোঝানোর জন্য এই উদাহরণ টানছেন। সোমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে যেটা ঘটেছে সেই ভুল এড়িয়ে চলতে হবে সবাইকে।

বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনে ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার রেজিম। আগ্রায় এক কর্মসূচিতে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। তিনি আরও বলেন, বাংলাদেশে কি ঘটছে তা কি আপনারা দেখছেন? ওইসব ভুল এখানে করা ঠিক হবে না।

যদি বিভক্ত হয়ে পড়ি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ভাল থাকবো, নিরাপদ থাকবো এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে যাব। অন্যদিকে বাংলাদেশ নিয়ে বক্তব্যের জবাবে যোগি আদিত্যনাথের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবারই তিনি বলেছেন, আদিত্যনাথ প্রধানমন্ত্রী হতে চান। নয়া দিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় বিষয়ে হস্তক্ষেপ করছে। এটা উচিত নয়।

জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অখিলেশ যাদব। বাংলাদেশে সংঘর্ষের বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি (আদিত্যনাথ) ভারতের প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা তার এখন পালন করা উচিত নয়। বিশ্বের কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কাজ প্রধানমন্ত্রীর, ভারত সরকারের। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এটাই প্রথম এমন ঘটনা ঘটিয়েছেন এমন নয়। অতীতেও তিনি এসব করেছেন। আমি আশা করি দিল্লিওয়ালি তাকে বোঝাবে যে, দিল্লির সিদ্ধান্তে তার হস্তক্ষেপ করা উচিত নয়।






সম্পর্কিত সংবাদ

  • সীমান্তে উত্তেজনা : নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব
  • প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব
  • টিউলিপকে বহিষ্কার করছে ব্রিটিশ সরকার!
  • ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের
  • দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা
  • ওয়াশিংটন ডিসির ডুয়াফি’র সভাপতি ইসরাত সম্পাদক ডরথী
  • বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে
  • নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা