১৫ ঘণ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে,রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন..
নিউজ ডেস্ক ::নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন’ গাজী টায়ার কারখানায় আবারও আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওই প্রতিষ্ঠান থেকে মালামাল লুট করতে আসা বেশ কয়েকজন ভেতরে আটকা পড়ে বলে জানায় স্থানীয়রা।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ১২০ জন কর্মী ও ২০ জন সেচ্ছাসেবী মিলে ১৫ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এদিকে দ্বগ্ধ কারখানা থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করেছেন তারা।
ফায়ার সার্ভিসের পরিচালক ( প্রশিক্ষক) লে. কর্ণেল রেজাউল করিম জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর খেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন জোনের ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানো শুরু করে। কিন্ত টায়ারের রাবার, ক্যামিকেল, কাঁচামাল ও দাহ্য পদার্থের কারণে আগুন বাড়তেই থাকে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কতোজন মানুষ ভেতরে আটকে পড়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণে না এলে ধারণা করা সম্ভব নয় বলে জানান তিনি।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে একই কারখানাসহ গাজী দস্তগীরের মালিকানাধীন আরও দুটি প্রতিষ্ঠান ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সম্পর্কিত সংবাদ
পাইকগাছায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন মারাত্বক আহত হয়েছেন। খুমেক হাসপাতালে নেয়ার পথেবিস্তারিত…
ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি :: ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগবিস্তারিত…