ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ম মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ।
এসময় নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমেই সীমাবদ্ধ নন; বরং তিনি সমাজ পরিবর্তনের অগ্রদূত। নতুন শিক্ষকদের যোগদানে মাদ্রাসার একাডেমিক ও নৈতিক মান আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”
নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা এই অভ্যর্থনার জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং বলেন, “এ ধরনের সম্মানসূচক আয়োজন আমাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে।”
সম্পর্কিত সংবাদ
আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাহীদুজ্জামান :: সাতক্ষিরা আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পের বৃত্তিবিস্তারিত…
সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফ ও ছেলে গ্রেপ্তার
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং তারবিস্তারিত…


