কলারোয়ায় টাক্সফোর্সের অভিযানে পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা
কামরুল হাসান।। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মোড়ে গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার) ও নিম্নমানের উৎপাদন ও পানি বিক্রি করায় বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার নামের এক প্রতিষ্ঠানের বিপণন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনা বিভাগীয় কার্যালয় থেকে উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা আলি হাসান জানান, উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মোড় এলাকায় মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার) ও নিম্নমানের পানি’ উৎপাদন করে আসছিলো বিসমিল্লাহ পিওর ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানটি।
অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করায় বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) রিয়াজ উদ্দীন আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা সময়ে আরো উপস্হিত ছিলেন বিজিবি’র অপারেশন কর্মকর্তা সুবেদার শামিম আলমসহ ১৫ জন বিজিবি সদস্য। এসময় ওই প্রতিষ্ঠানের তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুণগত মানসনদ প্রাপ্তি পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিএসটিআই খুলনার সিএম জানান, ‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ অধিকতর মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে উৎপাদন করতে হয়। মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি থাকা আবশ্যক হলেও তার কোনোরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিলো খাবার পানি। এছাড়া প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন-রভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন ছিলো না। টাক্সফোর্সের দায়িত্বশীলরা জানান, এধরনের অভিযান চলমান থাকবে।
সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
কামরুল হাসান।। শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন।বিস্তারিত…
কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদবিস্তারিত…


