পানি থেকে চর্মরোগ
নিউজ ডেস্ক ::ডা. দিদারুল আহসান ২৫ আগস্ট ২০২৪, রবিবার ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চল। জীবন বাঁচার তাগিদে অনেকেরই দীর্ঘসময় পানির সঙ্গে জীবন সংগ্রাম করতে হচ্ছে। বন্যার পানিতে বিভিন্ন ধরনের জীবাণু মিশে থাকে। ফলে এই পানি এড়িয়ে চলতে না পারার কারণে অনেকের চর্মরোগ দেখা দেবে যেসব চর্মরোগ হতে পারে ।
বন্যার পানিতে দীর্ঘক্ষণ থাকলে ত্বকে খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।
ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত রোগের প্রকোপ বেশি দেখা যায়। শরীর ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় থাকলে এই রোগ দেখা দিতে পারে।
স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলো ছোঁয়াচে রোগ। একজন থেকে পরিবারের বাকি সদস্যরাও এতে আক্রান্ত হতে পারে।
চুলকানি এর প্রধান উপসর্গ। রাতের বেলায় চুলকানির প্রকোপ বেড়ে যায়। চুলকালে ত্বকে ক্ষতের সৃষ্টি হয়ে ঘা তৈরি হতে পারে।
এ ছাড়া আঙ্গুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন, স্ক্যাবিস জাতীয় নানা ধরনের ত্বকের অসুখ হতে পারে।
করণীয়
* বন্যার পানিতে শরীর ভেজানো থেকে বিরত থাকতে হবে।
* অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
* ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
* চুলকানি থেকে বাঁচতে গোসলের পানিতে নিমপাতা দিতে পারেন।
* বন্যার পানিতে হাত-পা ভিজলে বারবার কুসুম গরম সাবান পানি দিয়ে হাত-পা ধুয়ে মুছে নিতে হবে।
* শুকনা কাপড় পরতে হবে।
* চুলকানি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
লেখক: চর্ম-অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ
চেম্বার: আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা সেল-০১৭১৫৬১৬২০০।
সম্পর্কিত সংবাদ
জাপানের রাস্তাঘাটে ডাস্টবিন দেখা যায় না কেন?
নিউজ ডেস্ক:: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার জন্য বিশ্বে জাপান বেশ পরিচিত। যারা প্রথমবার সেখানেবিস্তারিত…
ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে
নিউজ ডেস্ক:: ঘুমের ঘোরে অনেকেই সশব্দে নাক ডাকেন। সঙ্গীর নাক ডাকার শব্দে অনেকরই ঘুমের বারোটাবিস্তারিত…