ফি‌লি‌স্তি‌নিদের নিয়ে ক‌বিতা -জাওয়াদ মুতাম্মিম

‌রোজই শু‌নি আব্বুর কা‌ছে
ফি‌লি‌স্তি‌নি‌দের কথা,
তা‌দের কথা শু‌নে ম‌নে
লা‌গে দ‌ারুন ব্যাথা !

চাই যে তারা স্বাধীনতা আর
সব মানু‌ষের অধিকার,
ত‌বে কেন ইহু‌দি দস্যুরা
মার‌ছে তা‌দের বার বার ! ?

১ম ‌কিবলা ম‌দের মস‌জিদুল আকসা
কর‌ছে তারা রাজধা‌নি,
মুসলমান‌দের মার‌ছে তারা
তারাই আসল খু‌নি !

বিশ্ব জু‌ড়ে ঝড় উঠে‌ছে
এক হও মুস‌লিম আজ
জা‌গো মুস‌লিম প্রতিবাদ কর
এটাই ঈমা‌নদা‌রের কাজ !

কুরআন‌কে সবাই বন্ধু কর
হা‌দিস‌কে কর সা‌থি,
সবার আগে বাচ‌বে তু‌মি
বাচ‌বে সারা ম‌ুসলিম জা‌তি !

আমি য‌দি জানতাম
‌কেম‌নে ক‌রে গু‌লি ?
‌সেথায় গি‌য়ে উড়ি‌য়ে দিতাম
ইজরাঈ‌লি‌দের খু‌লি !

‌কিনতু ও সব নেই‌তো আমার
আ‌ছে শুধু মন,
‌ফি‌লি‌স্তি‌নি‌দের জন্য কা‌দি
তাই‌তো সারাক্ষণ!!!!!!

-জাওয়াদ মুতাম্মিম
৮ম শ্রেণি।
ঝাউডাংগা ইসলামিয়া
ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সাতক্ষীরা।






সম্পর্কিত সংবাদ

  • কালের বিবর্তনে শ্যামনগর থেকে হারিয়ে গেছে গ্রামীণ সন্ধ্যাবাতি হারিকেন
  • এই শীতে ঘুরে আসুন নৈসর্গিক প্রকৃতির শোভা পুটনির দ্বীপ
  • সুন্দরবন উপকুলীয় বাঘবিধবা নারীদের গল্প
  • স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর
  • জলবায়ু পরিবর্তনে রসায়নের ভূমিকা
  • প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া  রোধে  করনীয়
  • ডাক্তার সমাচার