সৈয়দপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর- ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো.আব্দুল মুনতাকিম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তার কর্মচারীরা অংশ নেন।
« দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময় (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি করেছে দুর্বৃত্তরা
ডেস্ক নিউজ :: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয়বিস্তারিত…
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ডেস্ক নিউজ :: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে একবিস্তারিত…


