সৈয়দপুরে ৭ম জাতীয়  ভোটার দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর- ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.  শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন,  জামায়াতে ইসলামী সৈয়দপুর  উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো.আব্দুল মুনতাকিম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তার কর্মচারীরা অংশ নেন।





সম্পর্কিত সংবাদ

  • গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
  • শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬
  • কয়রায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
  • কয়রায় ২ দিন ব্যাপি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন
  • কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুব কর্মশালা ও খাল পরিছন্ন কার্যক্রম
  • স্বল্প আয়ের মানুষের মাঝে মশারি ও কর্মসংস্থান সামগ্রী বিতরণ — ডা. এস এম খালিদুজ্জামানের মানবিক উদ্যোগ
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী