খাজরা ইউনিয়ন পরিষদে কাজে আসা মানুষের স্বস্তি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়র পরিষদে কাজে আসা সাধারণ মানুষ সহজে কাজ মিটাতে পেরে স্বস্তি প্রকাশ করেছে।
ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বাচ্চু নিয়মিত পরিষদে বসে নিজ হাতে সকলের কাজ করে দিচ্ছেন এবং মানুষের সাথে ধৈর্য সহকারে কথা বলে ও কথা শুনে সমাধান দিচ্ছেন। রবিবার পরিষদে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষক, চাষী, বিভিন্ন কর্মের মানুষসহ সাধারন মানুষ ভিড় করে বসে আসেন।
আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান একের পর একজনকে পাশে নিয়ে তাদের কথা শুনছেন, প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিচ্ছেন। সমস্যা থাকলে পরিমর্শ দিচ্ছেন। দাপ্তরিক কাজ থাকলে সংশ্লিষ্টদের ডেকে তার হাতে ধরিয়ে দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলছেন।
কাজে আসা নারায়ন, সাব্বির, আশা মনিসহ অনেকে জানান, আমরা চেয়ারম্যান ব্যবহার ও দ্রুত কাজ করে দেওয়ায় খুবই খুশি।
« আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বুধহাটায় আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ »
সম্পর্কিত সংবাদ

দরগাহপুরে বাড়ির লোককে অজ্ঞান করে লুটপাট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটি গ্রামে বাড়ির লোকজনকে অচেতনবিস্তারিত…

বুধহাটায় সার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সার ডিলার ও মিষ্টির দোকানেবিস্তারিত…