বাংলাদেশি আম্পায়ারের ‘সাহসী’ সিদ্ধান্ত, ভারতীয় ব্যাটারের ক্ষোভ

 নিউজ ডেস্ক :: বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্ন টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে কঠিন এক সিদ্ধান্ত দিতে হয়েছে তাকে। এতে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সোয়ালের বিরাগভাজন হয়েছেন তিনি।

৮৪ রানে ব্যাটিং করা জয়সওয়াল তখনই প্যাট কামিন্সের বাউন্সার উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে চলে যায়। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার দেন আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে।

রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।

তখনই বাঁধে বিপত্তি। বল ব্যাটে লাগার ফলে স্নিকোতে যে স্পাইক দেখতে পাওয়ার কথা, তা দেখা যায়নি। তবে এরপরও শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্ত নিয়ে মাঠেই আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন জয়সোয়াল। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে এক জয়সোয়াল ছাড়া ভারতের আর কোনো ব্যাটার ক্রিজে থিতু হতে পারেননি। জয়সোয়ালের একার ব্যাটে ৮৪ রানের পরও ভারত দ্বিতীয় ইনিংসে মোটে ১৫৫ রানে গুটিয়ে গেছে।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে। ভারত প্রথম ইনিংসে ৩৬৯ রান করলেও দ্বিতীয় ইনিংসের হতশ্রী ব্যাটিংয়ে ম্যাচ হেরে গেছে ১৮৪ রানে।






সম্পর্কিত সংবাদ

  • চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার
  • উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ
  • কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত 
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
  • দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ