লটারিতে টিকেও ভর্তি হতে পারছে না ৭১ শিক্ষার্থী
সুযোগের দাবিতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লটারিতে টিকে থাকা ৭১ শিক্ষার্থী শুধুমাত্র বয়সের কারণে ভর্তি হতে পারছে না। তাদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
বুধবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শহরের রাধানগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামিম কাদরী। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১২-৩০ নভেম্বর ভর্তি আবেদনের পর বিধি মোতাবেক লটারির মাধ্যমে ৪৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। লটারিতে টিকলে অভিভাবকরা সন্তানদের ছাড়পত্র সংগ্রহ করেন। তবে বিদ্যালয়ে গেলে বয়সের অজুহাতে ৭১ শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হয়নি।
শামিম কাদরী প্রশ্ন করেন, “বয়স সমস্যা থাকলে কেন তাদের আবেদন গ্রহণ ও লটারিতে নির্বাচন করা হলো?” তিনি জানান, খুলনা বিভাগের অন্যান্য বিদ্যালয়ে একই বয়সের শিক্ষার্থীরা ভর্তি হলেও সাতক্ষীরায় নীতিমালার দোহাই দিয়ে বাধা দেওয়া হচ্ছে।
অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রদান করা পত্র বা অনলাইন নির্দেশনায় বয়স নিয়ে কোনো শর্ত উল্লেখ ছিল না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১০ জুন
ডেস্ক নিউজ :: প্রবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এস.এস.সি ব্যাচবিস্তারিত…

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে শিক্ষক সম্মেলন ১৪ জুন, মাঠ পরিদর্শন
ডেস্ক নিউজ::সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে আগামি ১৪ জুন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কেবিস্তারিত…