কয়রায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: শিক্ষা বাজেট বিশেষ করে শিক্ষার জেন্ডার বাজেট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের সহযোগিতায় আশ্রয় ফাউন্ডেশন ও গনসাক্ষরতা অভিযান এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ ও গনসাক্ষরতা অভিযানের উর্ধতন কর্মকর্তা মোঃ আবু রেজা। আশ্রয় ফাউন্ডেশনের প্রধান এডুকেশন ইউনিট বনশ্রী ভান্ডারীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আঃ রউফ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, রমেন্দ্রনাথ রায়, আশ্রয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ আমানুউল্যাহ, ইউপি সদস্য রেজাউল করিম, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার, মিতা রানী মন্ডল, শিক্ষক দেবদাস সরকার, এনজিও প্রতিনিধি মোশাররফ হোসেন, শিক্ষার্থী সুনন্দীতা মন্ডল, মিম আক্তার, আসমা আক্তার প্রমুখ।
« নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র »
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র কয়রা উপজেলা কমিটি অনুমোদন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র খুলনা জেলার কয়রা উপজেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনেরবিস্তারিত…
কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বাহারুল উলুম কামিল মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবনবিস্তারিত…