রিয়াদুল জান্নাহ্ হিফ্য মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা
শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শের বিকল্প নেই
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/12/Picture-1.jpg?resize=620%2C330&ssl=1)
খুলনা প্রতিনিধি ::খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ হিফ্যয মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শই পারে শান্তিপুর্ণ সমাজ উপহার দিতে। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে তথাকথিত জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্কের যে অপপ্রচার চালানো হয়েছে সেটি প্রমাণিত হয়নি। বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সকল প্রকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটিই প্রমাণিত।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি অনৈসলামিক পথে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তা’ থেকে এ জাতিকে রক্ষা করেছেন। বৃটিশরা শিক্ষা ব্যবস্থাকে দু’টি ধারায় বিভক্ত করেছিল উল্লেখ করে বক্তারা বলেন, সব জ্ঞান একমাত্র কুরআনেই রয়েছে। কিন্তু কুরআন-হাদিসের শিক্ষা বাদ দিয়ে তারা ইসলামিক ও সাধারণ শিক্ষা পৃৃথক করেছিল। যে কারণে জাতির মধ্যে নৈতিক ও চারিত্রিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজের সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম রোধে ইসলামী শিক্ষার বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।
আজ সোমবার সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা এম এ বারী সড়কস্থ দারুস সালাম মহল্লায় আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত এ মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনার নেছারিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত¡াবধায়ক বিশিষ্ট আলেমদ্বীন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মানবাধিকার সংগঠক ও মাদরাসার উপদেষ্টা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো: শহিদুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন অভিভাবক প্রতিনিধি মো: রফিকুজ্জামান টুকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা ক্বারী আয়াত উল্লাহ খান, হাফেজ মাওলানা ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, মাওলানা মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ, মাস্টার মোঃ তৌহিদুর রহমান, মোঃ আব্দুল্লাহ আল ইমরান, মাহমুদা আক্তার, জেসমিন আরা, উম্মে সালমা, সাদিয়া আক্তার প্রমুখ। এসময় মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, পৃথিবীতে একটিমাত্র কিতাব রয়েছে যার মধ্যে সব জ্ঞান নিহিত রয়েছে। যার নাম হচ্ছে আল কুরআন। তাছাড়া শুধুমাত্র কুরআন পড়লেই একদিকে যেমন জীবন গঠনের সুযোগ রয়েছে তেমনি রয়েছে নেকি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশস করে মাদরাসার শিক্ষার্থী সুরাইয়া আক্তার, মুরসালিনা মাহমুদ, আওসাফুর রহমান আরব, আব্দুর রহমান হুজাইফা, মো: তাহসিন খান। অনুষ্ঠান শেষে রিয়াদুল জান্নাহ হিফ্য মাদরাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/1000024031.jpg?resize=400%2C200&ssl=1)
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG_20250106_185928.jpg?resize=400%2C200&ssl=1)
নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ১০৩ নং নড়েরাবাদ চাম্পাখালী সরকারিবিস্তারিত…