সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::সৈয়দপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করে ।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্ এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী।
এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বার্জিজ আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল বিন নাজির, ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী সেপাক টাকরো টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।
এর আগে বালক ও বালিকা দুই গ্রুপের মধ্যে সেপাক টাকরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বালক গ্রুপে নীলফামারী সদরের সংগলশীর রাইডারস্ দল ২-১ সেটে সৈয়দপুর ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে সৈয়দপুর টাইগার দল ২-১ সেটে সৈয়দপুর চ্যালেঞ্জারস্ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট পরিচালনা করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল। তাঁর সহযোগী হিসেবে ছিলেন ইমরান হোসেন, জোহরা সায়মা ও ববিতা রানী।
« কাদাকাটিতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় গোল্ডক্প ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় কয়রা সদরবিস্তারিত…
বিপদে পড়া রংপুরকে টেনে তুললেন খুশদিল শাহ
নিউজ ডেস্ক :: হঠাৎ যেন আজ খেই হারিয়ে ফেলেছিল রংপুর। চেনা ছন্দের দেখা মেলেনি ইনিংসেরবিস্তারিত…