তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে আহলে সুন্নাতের মানববন্ধন
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/12/1000022930.jpg?resize=620%2C330&ssl=1)
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: প্রখ্যাত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (২০ডিসেম্বর) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার সুলতান রিজভীর সভাপতিত্বে ও খলিফা সৈয়দ আসিফ আশরাফির সঞ্চালনায় বক্তব্য বলেন মুফতি হামিদ জামাল, মাওলানা সাজ্জাদ আশরাফি, মাওলানা মোহাম্মদ আলী আশরাফি, খালিদ আজম আশরাফি,নাদিম আশরাফি,শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফি, হায়দার আলী হায়দার এমাদি, ইরফান আশরাফি, সৈয়দ আব্দুল্লাহ বাখশী, শেখ কুতুবউদ্দিন, শাহিদ কাদেরী, তাওহীদ আহমেদ আশরাফি, সৈয়দ মুরাদ আশরাফি, প্রমুখ।
বক্তারা আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে দেশের সুন্নী জনতাকে দমিয়ে রাখা যাবে না৷ তাঁরা আল্লামা তাহেরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আগামি ২২ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহারের দাবি জানান সংশ্লিষ্টদের প্রতি। অন্যথায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তাঁরা। তবে কর্মসূচী দেওয়ার আগেই এই মামলার বিষয়ে সরকার সুষ্ঠু ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর উস্কানিতে সম্প্রতি পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করে পুলিশ।
« সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণাসহ নানাবিধ অভিযোগ »
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/19684880_166.jpeg?resize=400%2C200&ssl=1)
বৈষম্যহীন দেশ গড়তে জামায়াতের লড়াই চালু থাকবে : ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: বৈষম্যহীন দেশ গড়তে জামায়াতের লড়াই চালু থাকবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীরবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/19684588_150.jpg?resize=400%2C200&ssl=1)
সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাআল্লাহ
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাগুরাবাসীর সমর্থন চেয়ে বলেছেন, আমাদেরবিস্তারিত…