ভারতের প্রধান বিচারপতি বললেন

স্বাধীনতার মূল্য কতটা বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে

নিউজ ডেস্ক ::ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন- বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা দিবস আমাদেরকে দেশের জনগণের একে অপরের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। জাতিকে সংবিধানের সব মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, বাংলাদেশে এখন যেটা ঘটছে তা স্বাধীনতা কতটা মূল্যবান তা পরিষ্কারভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।

স্বাধীন হওয়া বা স্বাধীনতা মঞ্জুর হওয়া সহজ। কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবনের জন্য আমাদের অতীতের কাহিনীগুলো স্মরণ করা উচিত। অর্থাৎ অতীতে কার কি অবদান সেদিকে ইঙ্গিত করেছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আউটলুক ইন্ডিয়া। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রজনতার প্রতিবাদ বিক্ষোভে ৫ই আগস্ট পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব ঘটনার প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেন প্রধান বিচারপতি।






সম্পর্কিত সংবাদ

  • শতাধিক ইসরায়েলি গোয়েন্দা নিয়োগ দিয়েছে মেটা
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
  • মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন
  • মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার
  • মিয়ানমার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল
  • সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে নতুন ‘মহামারি’
  • ১৫ বছরে প্রথমবার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিচ্ছে যুক্তরাষ্ট্র