বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি-কক্সবাজার আনন্দ ভ্রমনে বের হয় প্রেস ক্লাবের পরিবহণ। দীর্ঘ ভ্রমনে যাত্রা শুরু করে ১৯ ডিসেম্বর সকালে ভ্রমণ পিপাসুরা সাজেক-এ পৌছান। সেখানে রাত্রি যাপন করা হয়। ২০ ডিসেম্বর খাগড়াছড়ি, আটুলিয়া,গুহা নানা দর্শনীয় স্থান ও মনহারি পরিবেশ দর্শন করেন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন। এদিন চিটাগাং-কুমিল্লা হয়ে কক্সবাজার রওয়ানা হয়। ২১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত,টানেল,ঝাউবোন,হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সিবিচ,ইমনা সিবিচ সহ নানা দর্শনীয় ও উপভোগিয় সরঞ্জাম ব্যবহার করে জীবনকে নতুন করে উপভোগ্য করে তোলেন। এদিনবিস্তারিত…


