বাপা’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা প্রদান

বৃক্ষরোপণে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে ফলজ—বনজ গাছের চারা প্রদান করা হয়। আজ শনিবার বিকেলে সোনাডাঙ্গাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটি ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নিতাই পাল, বাপা নেতা অধ্যাপক সঞ্জয় সাহা, পলাশ দাশ, শিক্ষার্থীদের মধ্যে হাওলাদার মেহেদী হাসান, শেখ সুমাইয়া সিদ্দিকী ফাবিয়া, ঋত্বিক দাস, মুক্তি মোল্লা, জয় মণ্ডল, ফাবিয়া বশরী প্রমুখ।

এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশ গঠনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, শিল্প—সংস্কৃতি, নৈতিক উন্নয়নের সাথে সাথে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন যাবত ক্ষমতার ছত্রছায়ায় স্বার্থান্বেষীমহল নদী—খাল—বিল, পুকুর—জলাশয়, বন—জঙ্গল গ্রাস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করায় আমাদের পরিবেশ ও প্রকৃতির বিরূপ প্রভাব মারাতকভাবে লক্ষণীয়।

দেশকে রক্ষা করতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে রাষ্ট্রের সর্বাত্মক সংস্কারের আওতায় বেদখল হয়ে যাওয়া পরিবেশের উপাদান পুনরুদ্ধার বিশেষ করে বৃক্ষরোপণ, এর পরিচর্যা এবং সংরক্ষণের কোনো বিকল্প নেই। এ ব্যাপারে ছাত্র সমাজের চলমান ভূমিকা আরও প্রসারিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি






সম্পর্কিত সংবাদ

  • কপিলমুনি প্রেসক্লাবের কমিটিতে আহ্বায়ক শফিউল সদস্য সচিব বজলু
  • বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত এনইউবির শিক্ষার্থীর নামে “আসিফ চত্বরের” স্মৃতিফলক উন্মোচন
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়
  • বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে হল থেকে বহিষ্কার
  • বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
  • সিলেটে অন্যরকম ওরস
  • বন্যার্তদের টাকার দুই-তৃতীয়াংশ আত্মসাতের অভিযোগ যুবদলের দুই নেতার বিরুদ্ধে
  • প্রতারণার মাধ্যমে সহকারী থেকে প্রধান শিক্ষক